চিনিকলের নিরাপত্তারক্ষীদের জিম্মি করে মালামাল লুট

নাটোর চিনিকলের নিরাপত্তারক্ষীদের বেঁধে ট্রাক ভিড়িয়ে মালামাল লুটে নিয়েছে দুর্বৃত্তরা। পুলিশ বলছে দুর্বৃত্তদের শনাক্ত করে তাদের আটকসহ লুট হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫ | সময়ঃ ০২:৫৫
photo

ডাকাতির ঘটনা নিশ্চিত হওয়ার পর কারখানা থেকে সাইরেন বাজানোর পাশাপাশি মসজিদের মাইকে জানানো হয়। ছবি: সংগৃহীত 

 

জিম্মি ধাকা নিরাপত্তা রক্ষীরা জানান, শনিবার (২ আগস্ট) রাত দেড়টার দিকে একদল ডাকাত নাটোর চিনিকলের পেছনের ভাঙা দরজা দিয়ে মিলে প্রবেশ করে। এরপর তারা অস্ত্রের মুখে মিলের ১২জন নিরাপত্তারক্ষীকে জিম্মি করে বেধে রাখে। পরে চিনিকলের কারখানার মিল হাউজ, বিদ্যুৎ বিভাগ,প্রকৌশল বিভাগসহ বিভিন্ন বিভাগে রক্ষিত নতুন পুরাতন বিভিন্ন ধরনের ধাতব মালামাল লুট করে ট্রাকে তুলে নিয়ে ৩ নং গেট ভেঙে পালিয়ে যায়। ভোর ৪টার দিকে ডিউটি বদলের সময় অন্য কর্মীরা এ অবস্থা দেখে মিল কর্তৃপক্ষকে খবর দেয়।


নাটোর চিনিকলেরে ব্যবস্থাপনা পরিচালক আখলাছুর রহমান বলেন, ডাকাতির ঘটনা নিশ্চিত হওয়ার পর কারখানা থেকে সাইরেন বাজানোর পাশাপাশি মসজিদের মাইকে সর্তক করা হলেও ডাকাতদের আটক করা সম্ভব হয়নি।  তবে কারখানার ৩টি বিভাগ থেকে কি পরিমাণ মালামাল লুট হয়েছে তা হিসেব করে পরে জানানো হবে।


নাটোর সদর থানার পরিদর্শক (তদন্ত) পুলিশ শফিকুল ইসলাম বলেন, চিনিকল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হচ্ছে। ডাকাতদের আটক করতে পুলিশ কাজ করছে।


উল্লেখ্য, টানা ২০ বছর ধরে লাকসানে থাকা নাটোর চিনিকল আগামী নভেম্বরে ২০২৫-২৬ সালের মাড়াই শুরু করবে।

শেয়ার করুন