গাইবান্ধায় মুদি ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে নজরুল ইসলাম নামে এক মুদি ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫ | সময়ঃ ১২:৫০
photo

মরদেহ উদ্ধারে কাজ করছে পুলিশ।

 

রোববার (১৭ আগস্ট) সকালে উপজেলার নাকাই ইউনিয়নের শীতল গ্রামের বাগুরার বিল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।


নিহত নজরুল ইসলাম শীতল গ্রামের মৃত তফাজ্জল হোসেনের ছেলে ও স্থানীয় বাজারের মুদি ব্যবসায়ী ছিলেন। পাশাপাশি তিনি জামায়াত ইসলামী বাংলাদেশের নাকাই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছিলেন।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন নজরুল ইসলাম। সকালে বাড়ির অদূরে তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকারীদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ করছে।

শেয়ার করুন