আইজিপির সঙ্গে ইউনেসকো প্রতিনিধির সাক্ষাৎ

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৪ জুলাই ২০২৫ | সময়ঃ ১২:০৫
photo

ইউনেসকোর সেকশন ফর ফ্রিডম অব এক্সপ্রেশন, ডিভিশন অব ফ্রিডম অব এক্সপ্রেশন অ্যান্ড মিডিয়া ডেভেলপমেন্ট, কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন সেক্টরের জ্যেষ্ঠ প্রকল্প কর্মকর্তা মেহেদী বেনচেলাহ বাংলাদেশ পুলিশের মহাপরিচালক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে পুলিশ সদর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতকালে ইউনেসকো প্রতিনিধি বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ সংক্রান্তে আলোচনা করেন। আইজিপি ইউনেসকো প্রতিনিধিকে ধন্যবাদ জানান।
তিনি ইউনেস্কোর সঙ্গে বাংলাদেশ পুলিশের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
এ সময় বাংলাদেশ পুলিশ এবং ইউনেসকোর সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
 

শেয়ার করুন