অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, সময়ঃ ১১:৩৩
বগুড়ার ধুনটে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে সুমন তালুকদার (২৬) নামের এক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। শনিবার (৫ জুলাই) বিকেল ৫টায় ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বাদী হয়ে ধুনট থানায় এ মামলা করেন।
অভিযুক্ত সুমন তালুকদার উপজেলার মথুরাপুর ইউনিয়নের হিজুলী গ্রামের নবীর উদ্দিন তালুকদারের ছেলে। তিনি স্থানীয় সাগাটিয়া বাজারের একজন ব্যবসায়ী।
ভুক্তভোগী শিক্ষার্থীও একই এলাকার বাসিন্দা।
মামলা সূত্রে জানা যায়, সুমন তালুকদার দীর্ঘদিন ধরে সাগাটিয়া বাজারের ব্যবসা প্রতিষ্ঠানে ওষুধ, প্রসাধনী, বিকাশ এজেন্ট ও বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করেন। শুক্রবার সকাল ৮টায় ভুক্তভোগী শিক্ষার্থী তার বাবার বিকাশ নাম্বার থেকে টাকা ক্যাশ আউট করতে অভিযুক্ত সুমনের বাড়িতে যায়। ওই সময় বাড়ি ফাঁকা থাকার সুযোগে মেয়েটিকে ঘরে নিয়ে ধর্ষণচেষ্টা করেন সুমন।
এক পর্যায়ে চিৎকারের পর কৌশলে ওই ঘর থেকে বেরিয়ে বিষয়টি তার মাকে জানায় ওই ভুক্তভোগী শিক্ষার্থী।
তবে ধর্ষণচেষ্টার অভিযোগকে অস্বীকার করেছেন ব্যবসায়ী সুমন তালুকদার। তিনি বলেন, ‘ব্যবসার বাকি টাকা চাওয়ায় মেয়েটির বাবা ক্ষুব্ধ হয়ে আমার বিরুদ্ধে থানায় মিথ্যা মামলা করেছেন। মামলার এজহারে ঘটনার যে সময় উল্লেখ করা হয়েছে, ওই সময় আমার বাড়িতে পরিবারের সব সদস্য উপস্থিত ছিল।
স্কুলছাত্রী ধর্ষণচেষ্টার অভিযোগে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ধুনট থানার উপপরিদর্শক (এসআই) অমিত হাসান মাহমুদ। তিনি বলেন, ‘প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতার প্রমাণ পাওয়া গেছে। এই মামলার আসামি সুমন তালুকদারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
© North Bangla News ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।