অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, সময়ঃ ০৪:০৬
বিএনপির দুই নেতাকে বহিষ্কারের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে অবস্থান কর্মসূচি।
শনিবার (২ আগস্ট) দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী কর্মসূচিতে বক্তব্য দেন বিএনপির সাবেক সহ-সভাপতি শেখ আইয়ুব আলী, মীর মোহাম্মদ রাজিউর রহমান আসাদসহ অন্যান্য নেতাকর্মীরা।
তারা বলেন, গত ১২ জুলাই অ্যাডভোকেট সৈয়দ আলম ও ড. টি এম মাহবুবুর রহমান ভোটের মাধ্যমে কাউন্সিলে নির্বাচিত হন। কিন্তু দলীয়ভাবে তা মেনে না নিয়ে অন্যায়ভাবে তাদের বহিষ্কার করা হয়েছে। এভাবে বহিষ্কার করা হলে পুরো উপজেলা বিএনপিকেই বহিষ্কার করতে হবে।
নেতাকর্মীরা বহিষ্কারাদেশ অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, দাবি মানা না হলে আরও কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে।
উল্লেখ্য, গত ২৯ জুলাই বিএনপির ফেসবুক পেজে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১২ জুলাই বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির কাউন্সিল অধিবেশনে হানাহানি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জড়িত থাকার অভিযোগে সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আলম ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী ড. টি এম মাহবুবুর রহমানকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়।
© North Bangla News ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।