অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, সময়ঃ ০৫:২৬
মরদেহের হাতে শিকলবেড়ি পরানো। ছবি: সংগৃহীত .
শনিবার (২ আগস্ট) সকালে উপজেলার কামারদহ ইউনিয়নে বেতগাড়া রাঙ্গার মোড় থেকে হাতে ও পায়ে শিকল বেড়ি লাগানো অবস্থায় পায়েল (২৪) নামে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
মৃত পায়েল কামারদহ ইউনিয়নের বেতগাড়া রাঙ্গার মোড় এলাকার আত্তাব আলীর ছেলে।
গোবিন্দগঞ্জ থানা পুলিশ ও পরিবারিক সূত্রে জানা যায়, সকালে পায়েলের শয়ন ঘরে তার ঝুলন্ত মরদেহ দেখে তার পরিবারের লোকজন থানায় খবর দেয়। তার পরিবারের সদস্যরা জানায়, পায়েল মাদকাসক্ত ছিল এবং এলাকায় মাঝে মধ্যে চুরি করতো, সে কারণে তার হাত পায়ে শিকল বেড়ি লাগানো হয়েছিল।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে তার মরদেহ পাঠানো হচ্ছে।
© North Bangla News ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।