অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, সময়ঃ ১১:২০
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ( বিজিবির ‘বৃক্ষরোপণ অভিযান-২০২৫’-এর উদ্বোধন করেছেন।
বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে পিলখানায় বিজিবি সদর দপ্তরের বকুলতলা প্রাঙ্গণে একটি বকুলগাছের চারা রোপণ করে বিজিবির সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন করেন তিনি।
বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন শেষে বিজিবি মহাপরিচালক বলেন, আমরা আজ একটি মহৎ উদ্দেশ্যে এখানে একত্রিত হয়েছি। ঠিক এক বছর আগে জুলাই মাসে ছাত্র-জনতার আন্দোলন ও গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন একটি সময় এসেছে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার, দেশকে গড়ার। সেই লক্ষ্যে দেশের বিভিন্ন বাহিনী ও সর্বস্তরের জনসাধারণ দেশকে নতুনভাবে গড়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বক্তব্যে বিজিবি মহাপরিচালক জুলাই অভ্যুত্থানের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের আশু আরোগ্য কামনা করেন।
জাতীয় বৃক্ষরোপণ অভিযানের এবারের প্রতিপাদ্য ‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’। এই প্রতিপাদ্যকে তুলে ধরে বিজিবি মহাপরিচালক সদর দপ্তরসহ সারা দেশে বিজিবির সব স্থাপনায় পরিকল্পনামাফিক সঠিক স্থানে গাছ লাগানোর পরামর্শ দেন এবং সেগুলোর সঠিক যত্ন ও পরিচর্যার মাধ্যমে এ কর্মসূচি সফল করার আহ্বান জানান।
© North Bangla News ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।